মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের কৃষক সাহেব আলী হত্যা মামলার তিন আসামিকে গতকাল ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- কোটভাগ গ্রামের সামছুদ্দিন মণ্ডলের ছেলে আবদুস সবুর, গহর মুন্সীর ছেলে হাবিবুর রহমান ও ইমানুদ্দিনের ছেলে বুলু মিয়া। রাষ্ট্র পক্ষের আইনজীবী মশিয়ার রহমান জানান, ২০০২ সালের ৮ মার্চ সকালে সাহেব আলী ও তার বাবা আমজাদ আলী তাদের ফসলি জমিতে যাচ্ছিলেন। পূর্ববিরোধের জেরে পথে আসামি আবদুস সবুর, হাবিবুর রহমান, বুলু মিয়াসহ অন্যরা তাদের গতিরোধ করে। এ সময় সাহেব আলীকে রড ও ধারালো বল্লমের আঘাতে হত্যা করে তারা। এ ঘটনায় শালিখা থানায় মামলা করেন আমজাদ আলী।
নরসিংদীতে স্বামী হত্যায় যাবজ্জীবন : নরসিংদী প্রতিনিধি জানান, শিবপুরে পারিবারিক কলহের জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ ন ম ইলিয়াস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ঝুনু বেগম নিহত মোফাজ্জল হোসেনের স্ত্রী।