শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দুই জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। গতকাল বিকালে সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। তারা হলেন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক শাহজাহান মিয়া (৫০) ও আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হৃদয় মিয়া (২২)। একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভূঁইয়ার তিনটি গরু ও মোজালক মিয়ার একটি গরু মারা গেছে। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত জান্নাত বেগম উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আবুল কালামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামের জান্নাত বেগম মাঠ থেকে গরু আনতে যান। সকাল ১০টার দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই দিন দুপুরে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের হাজি আবুল কালামের একটি গরু খেতে খাস খাওয়ার সময় বজ্রপাতে মারা যায়। চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর