ঈদুল আজহা ঘিরে লালমনিরহাটে জমে উঠেছে পশু বেচাকেনা। পাশাপাশি পথে পথে পশুবাহী পরিবহনে চলছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি। রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের উপ-পরিচালক আবদুল হাই জানান, রংপুর বিভাগের আট জেলায় কোরবানির জন্য মোট পশুর চাহিদা ১০ লাখ ১০ হাজার ৬৭৫টি। এ অঞ্চলে পশু মজুদ আছে ১৩ লাখ ৭০ হাজার ১৫১টি। ৩ লক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে। আবদুল হাই বলেন, এ অঞ্চলে এবার ১ লাখ ২ হাজার ৫১৬টি ছোট-বড় খামার ও ব্যক্তিপর্যায়ে এসব গবাদিপশু লালন-পালন হয়েছে। গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু উৎপাদন খরচও বেড়েছে। ফলে চাষিরা ঘরে আর গরু রাখতে চাইছেন না। যেমন দামই হোক গরু ছেড়ে দিতে চাইছেন তারা। ফলে যে হারে চাষিদের লাভবান হওয়ার কথা ছিল তা হচ্ছে না। এদিকে কোরবানির হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই টোল আদায় করা হচ্ছে। নিয়মানুযায়ী শুধু ক্রেতার কাছ থেকে টোল তোলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। হাটগুলোতে ইজারাদাররা বিক্রেতাদের কাছ থেকে গরুপ্রতি রসিদ ছাড়াই ১৫০-৩০০ এবং ক্রেতাদের কাছ থেকে ৪০০-৭০০ টাকা নিচ্ছেন। প্রতি ছাগলে বিক্রেতাদের কাছ থেকে ৫০ থেকে ১৫০ ও ক্রেতার কাছ থেকে আদায় করছেন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। শুধু ইজারাদারই নন, গরু হাটে আনতে পথে পথে টাকা গুনতে হচ্ছে বিক্রেতাদের। মোড়ে মোড়ে পরিবহন আটকিয়ে শ্রমিক ইউনিয়ন এবং মৌসুমি চাঁদাবাজরা টাকা হাতিয়ে নিচ্ছেন। বড়খাতা হাটে গরু নিয়ে আসা খামারি হাদিয়ুল ইসলাম বলেন, হাতিবান্ধা থেকে গরু নিয়ে হাটে আসার পথে ৬০০ টাকা চাঁদা দিতে হয়েছে। একই কথা বলেন, পাটগ্রমের জোংড়া থেকে আসা অপর খামারি মনির মিয়া। তিনি চাঁদা দিয়েছেন ৪৫০ টাকা। জেলার অন্তত ৩৩টি হাটে জমজমাট গরু বেচাকেনা হচ্ছে। সাহানুর রহমান নামে একজন জানান, প্রায় তিন বছর ধরে একটি ষাঁড় লালন-পালন করেছেন তিনি। এক মাস আগে থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন হাট এবং বিভিন্নভাবে দেনদরবার করছি বিক্রির জন্য কিন্তু হয়নি। বাধ্য হয়ে গতকাল ঢাকার ভাটারায় ৩০০ ফিট সাইদনগর হাটে গরু নিয়ে এসেছি। এখানে ২ লাখ টাকার বেশি দাম বলছে না। গরুটি পালতে আমার ২ লাখেরও বেশি খরচ হয়েছে। মনে হয় লোকসান গুনতে হবে। গরু লালন-পালনের ইচ্ছে মিটে গেছে আমার। লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গবাদিপশুর হাটে এবং পথে সব ধরনের চাঁদাবাজি বন্ধে সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। হাটে জাল টাকা এবং মলম পার্টি চক্র শনাক্তেও বিশেষ টিম কাজ করছে।
শিরোনাম
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
পশুবাহী গাড়িতে পথে পথে চাঁদাবাজি
পুলিশ বলছে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম