‘বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায়ই বাসায় ভাঙচুর করত। কখনো ছেলের হাতে লাঞ্ছনার শিকার হয়েছি।’ কথাগুলো বলছিলেন অসহায় এক বাবা। এ সময় হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি। ভক্তভোগী বাবা পেশায় কলেজ শিক্ষক। এ সমস্যা শুধু তার একার নয়, ঠাকুরগাঁও জেলার অনেক পরিবারের চিত্র এমন। সারেজমিন দেখা যায়, সকাল থেকে শেষ বিকাল পর্যন্ত শহরের যে চিত্র, তা অন্ধকার নামলেই পাল্টে যায়। সন্ধ্যার পর রাস্তার পাশে ঝুপড়ি ঘর, টং দোকান, রিকশা গ্যারেজ, অফিসপাড়ার নিরিবিলি স্থান ও ফাঁকা জায়গায় উঠতি বয়সের তরুণ-যুবকদের আড্ডা অনেকটা অঘোষিত নিয়ম হয়ে গেছে। আড্ডায় থাকছে মাদক সেবনের আয়োজন। অনেকে আবার দিন-দুপুরে সেবন ও বিক্রি করছেন মাদকদ্রব্য। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তথ্যমতে, মাদকাসক্তদের বয়স ১৮-৩০ বছর। ঠাকুরগাঁও শহর ছাড়িয়ে উপজেলা পর্যায়ে মাদক বহনে ব্যবহার করা হয় নারী ও শিশুদের। হোতারা থেকে যায় আড়ালে। মোবাইল কোর্ট ও পুলিশের অভিযানে বহনকারীরাই শুধু ধরা পড়ে। পীরগঞ্জে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসায়ী সুন্দরীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সুন্দরী ঠাকুরগাঁওয়ে মাদক বেচাকেনার একজন নারী গড ফাদার। বালিয়াডাঙ্গী উপজেলায় প্রকাশ্যে সেলিম ওরফে কালু নামে একজনকে ফেনসিডিল বিক্রি করতে দেখা যায়। একাধিক সূত্র জানায়, মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ঢুকছে ইয়াবা। সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কখনো গরুর পাল, কখনো তেলের কন্টেইনারে মাদক প্রবেশ করে। স্থানীয় অনেকে জানান, সীমান্তের দুই দিকে রাতভর চলে মাদক কেনাবেচা। বিজিবি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সীমান্তে রাতদিন কড়া নজরদারি রয়েছে। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক নবিউল ইসলাম বলেন, সীমান্তের তিন কিলোমিটারে মধ্যে পুলিশ প্রবেশ করতে পারে না। তার পরও পুলিশ মাদক ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। সিভিল ড্রেসে কাজ করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রায়ই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রমতে, ঠাকুরগাঁও সদর দফতরের ১৩ জন জনবলের মধ্যে আছেন মাত্র ছয়জন। এত কম জনবল নিয়ে একটি জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা কঠিন। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। জড়িতদের ধরে আদালতে পাঠানোর পর আইনের ফাঁক গলে তারা আবার বেরিয়ে আসছে। মাদকের সঙ্গে যেই জড়িত থাকুক তার কোনো ছাড় নেই। তিনি বলেন, অভিভাবকরা সচেতনা হলে মাদক থেকে অনেকটা রেহাই পাবে যুবক ও তরুণরা। ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ বলেন, প্রতিটি সীমান্তে আমাদের পর্যাপ্ত লোক আছে- যারা প্রতিনিয়ত নজরদারি করে থাকেন। আরও জোড়দার পাহাড়ার ব্যবস্থা করা হবে।
শিরোনাম
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
মাদকে ভাসছে ঠাকুরগাঁও
সন্ধ্যা হলেই বিভিন্ন স্থানে বসে আড্ডা, থাকে মাদক সেবনের আয়োজন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম