কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নগুয়া এলাকার বাসিন্দা মো. আবদুল আজিজ তার মেয়ের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন ২১ জুন। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধন সনদ পাননি তিনি। পৌরসভা থেকে তাকে বলা হচ্ছে সার্ভার নষ্ট থাকায় কাজ হচ্ছে না। আজ না হয় কাল ঠিক হবে, এমন কথা বলে আশ্বাস দেওয়া হচ্ছে তাকে। আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রতিদিনই পৌরসভায় যাচ্ছেন তিনি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জন্ম নিবন্ধন করাতে না পারায় পাসপোর্টও করাতে পারছেন না বলে জানান তিনি। আবদুল আজিজের মতো আরও অনেকেই প্রতিদিন পৌরসভায় ভিড় করছেন জন্ম-মৃত্যু নিবন্ধন সনদের জন্য। কিন্তু কাজ না হওয়ায় মন খারাপ করেই ফিরতে হচ্ছে তাদেরকে। খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভার নষ্ট নয়, দায়িত্বরত কর্মকর্তা দেশের বাইরে থাকা এবং মোটা অঙ্কের টাকা বকেয়ার কারণে সার্ভার বন্ধ করে রাখা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজটি করে থাকেন স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার। তিনি এবার হজে চলে গেছেন। তার স্থলে পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সঞ্জয় মোদক জানান, তিন শরও বেশি আবেদন জমা হয়ে আছে। কাজ এগিয়ে রাখা হচ্ছে। স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার হজ থেকে আসার পর আপলোড দেওয়া হবে। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শুভঙ্কর পাল অপু জানান, বকেয়ার বিষয়টা মুখ্য নয়, স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার হজে চলে যাওয়ায় সার্ভারের পাসওয়ার্ড অন্য কারও জানা নেই। এ কারণে নিবন্ধন সনদ দেওয়া যাচ্ছে না। হজে যাওয়ার আগে পাসওয়ার্ড জটিলতা নিরসন করা হয়নি কেন, এমন প্রশ্নে তিনি বলেন, মেয়র মহোদয় ঢাকায়। তিনি এলে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া জানান, আমার জানামতে পৌরসভার কোনো বকেয়া নেই। তবে পিডির হিসাবে ৩ লাখ টাকা বকেয়া উল্লেখ করা হচ্ছে। খুব শিগগির এটার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস