কিশোরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নগুয়া এলাকার বাসিন্দা মো. আবদুল আজিজ তার মেয়ের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন ২১ জুন। কিন্তু এখন পর্যন্ত নিবন্ধন সনদ পাননি তিনি। পৌরসভা থেকে তাকে বলা হচ্ছে সার্ভার নষ্ট থাকায় কাজ হচ্ছে না। আজ না হয় কাল ঠিক হবে, এমন কথা বলে আশ্বাস দেওয়া হচ্ছে তাকে। আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রতিদিনই পৌরসভায় যাচ্ছেন তিনি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। জন্ম নিবন্ধন করাতে না পারায় পাসপোর্টও করাতে পারছেন না বলে জানান তিনি। আবদুল আজিজের মতো আরও অনেকেই প্রতিদিন পৌরসভায় ভিড় করছেন জন্ম-মৃত্যু নিবন্ধন সনদের জন্য। কিন্তু কাজ না হওয়ায় মন খারাপ করেই ফিরতে হচ্ছে তাদেরকে। খোঁজ নিয়ে জানা গেছে, সার্ভার নষ্ট নয়, দায়িত্বরত কর্মকর্তা দেশের বাইরে থাকা এবং মোটা অঙ্কের টাকা বকেয়ার কারণে সার্ভার বন্ধ করে রাখা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজটি করে থাকেন স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার। তিনি এবার হজে চলে গেছেন। তার স্থলে পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সঞ্জয় মোদক জানান, তিন শরও বেশি আবেদন জমা হয়ে আছে। কাজ এগিয়ে রাখা হচ্ছে। স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার হজ থেকে আসার পর আপলোড দেওয়া হবে। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা শুভঙ্কর পাল অপু জানান, বকেয়ার বিষয়টা মুখ্য নয়, স্যানিটারি ইন্সপেক্টর মদিনা আক্তার হজে চলে যাওয়ায় সার্ভারের পাসওয়ার্ড অন্য কারও জানা নেই। এ কারণে নিবন্ধন সনদ দেওয়া যাচ্ছে না। হজে যাওয়ার আগে পাসওয়ার্ড জটিলতা নিরসন করা হয়নি কেন, এমন প্রশ্নে তিনি বলেন, মেয়র মহোদয় ঢাকায়। তিনি এলে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া জানান, আমার জানামতে পৌরসভার কোনো বকেয়া নেই। তবে পিডির হিসাবে ৩ লাখ টাকা বকেয়া উল্লেখ করা হচ্ছে। খুব শিগগির এটার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ, ভোগান্তি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর