বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিশে দোররা মেরে চাচি-ভাতিজার বিয়ে পড়ানোর ঘটনায় ইউপি সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে গত সোমবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে আটজনের নামে শিবগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ বলছে, এ ঘটনায় আরও ১০-১৫ ব্যক্তি জড়িত ছিলেন। মামলা চলমান থাকায় তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। গ্রেফতাররা হলো- শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান, পশ্চিম জাহাঙ্গীরাবাদ জামে মসজিদের ইমাম শাহিনুর রহমান, কাজির সহকারী ইলিয়াস আলী ফকির, মালোগাড়ি গ্রামের মোজাফফর মন্ডল, তোজাম মন্ডল এবং মোজাম্মেল হক। শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকেন। গত শনিবার রাতে প্রতিবেশী ভাতিজা আবদুল মমিনকে সাংসারিক কাজে বাড়িতে ডাকেন। এ সময় গ্রামের লোকজন অনৈতিক কাজের অভিযোগ তুলে তাদের ঘরে সারারাত আটকে রাখে। পর দিন সকালে দুজনকে ঘর থেকে বের করে মারধর করে গ্রামে সালিশ বসায়।