চুয়াডাঙ্গার দর্শনায় রেললাইনে থাকা ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নূরজাহান (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় মারা গেছে সাতটি ছাগল। দর্শনা থানার আকন্দবাড়িয়া ফার্মপাড়ায় গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নূরজাহান বেগম আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আবুল কালামের স্ত্রী। দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আতাউর রহমান জানান, গতকাল সকালে নূরজাহান বেগমের কিছু ছাগল বাড়ির পাশে রেললাইনের ওপর ওঠে। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। ছাগলগুলো বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন নূরজাহান।