কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার বিকালে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। শনিবার রাতেই উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জন আসামি করা হয়েছে। এ ঘটনায় রাতেই পুলিশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুকুকে (৪০) গ্রেফতার করেছে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে শনিবার বিকালে ফুলবাড়ি সদরের তিনকোনা মোড়ে পূর্বঘোষিত কর্মসূচি পালন করে দলের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।