বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি ভাঙা সেতুর কারণে ভোগান্তিতে রয়েছেন ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা সুপারি গাছ দিয়ে দীর্ঘদিন সেতুটি কোনোমতে ব্যবহার করলেও প্রায় এক মাস ধরে পুরোপুরি ভেঙে পড়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর বলছে, বরাদ্দ না থাকায় নতুন করে সেতুটি নির্মাণ বা মেরামত করা যাচ্ছে না। সরেজমিন গিয়ে দেখা যায়, মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চন্ডিপুর। এ গ্রামের দাউরা খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে যায় প্রায় চার বছর আগে। এরপর গ্রামবাসী সুপারি গাছ দিয়ে মেরামত করে সেতুটি ব্যবহার করে আসছিলেন। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে পার হতেন, চন্ডিপুর, পূর্ব চন্ডিপুর, বড় জামুয়া, ছোট জামুয়া, কাছিকাটা, চড়গোপালপুরসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। এক মাস আগে সেতুটি একেবারে ভেঙে যায়। এরপর থেকে নৌকায় খাল পার হচ্ছেন দুই পাড়ের বাসিন্দাসহ বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে দ্রুত সেতুটি সংস্কার কিংবা সেতু নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা। চন্ডিপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আমেনা খাতুন জানান, সেতুটি ভেঙে পড়ায় আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। প্রতিদিন নৌকায় খাল পার হওয়ার সময় ভয় লাগে। কিছুদিন আগে আমাদের এক বন্ধু নৌকা থেকে পড়ে যায়। মাঝি তাকে উদ্ধার করেছে। একই গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থী সজিব জোমাদ্দার বলেন, অনেক সময় আমরা নৌকা পাই না। তখন বাধ্য হয়ে খাল সাতড়ে পাড় হওয়া লাগে। পূর্ব চন্ডিপুর গ্রামের আসলাম শেখ বলেন, এ ভাঙা সেতুর জন্য আমাদের আশপাশের ১০ গ্রামের হাজার হাজার মানুষ চড়ম ভোগান্তির মধ্যে রয়েছে। ভেঙে যাওয়ার পর গ্রামবাসী চাঁদা তুলে সুপারি গাছ দিয়ে সেতুটি কোনোমতে মেরামত করে ব্যবহার করছিলাম। সেটাও ভেঙে যাওয়ায় নৌকা ছাড়া যাতায়াতে বিকল্প পথ নেই। স্থানীয় ইউপি সদস্য জামাল শেখ বলেন, দাউরা খালের ওপর সেতুটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। বিষয়টি চেয়ারম্যান, ইউএনওসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। বাগেরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, সেতুটি নতুন করে নির্মাণের জন্য মাটি পরীক্ষাসহ আনুসাঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। বরাদ্দ পেলে সেতু নির্মাণ করা হবে।
শিরোনাম
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও’র দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ
চার বছরেও মেরামত হয়নি সেতু
নৌকায় পারাপার প্রায়ই ঘটছে দুর্ঘটনা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম