কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। এ বাসে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা। কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন ছাদখোলা দ্বিতল টুরিস্ট বাস। সপ্তাহ খানেকের মধ্যে পর্যটকদের জন্য এটি চালু করা হবে। আগামীতে আরও তিনটি বাস সংযোজন করা হবে। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, প্রাথমিকভাবে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস দিয়ে সার্ভিসটি চালু করা হচ্ছে। ছাদখোলা দুটি বাস নিয়মিত মেরিনড্রাইভ সড়কে চালু থাকবে। সোমবার বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভ সড়কে পরীক্ষামূলক চলাচল করেছে। ছাদখোলা দ্বিতল বাসের একটিতে ৫৯ ও অন্যটিতে ৭৫টি আসন রয়েছে। এ ট্যুরিস্ট বাস লাবনী পয়েন্টের বিচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে থেকে সকাল ৮টা থেকে দুই ঘণ্টা পরপর মেরিনড্রাইভ দিয়ে পাটুয়ার টেক পর্যন্ত যাবে। এ বাস লাবনী থেকে শুরু করে দরিয়ানগর, সালসা বিচ, রেজুখাল, ইনানী বিচ ও পাটুয়ারটেক বিচসহ পাঁচটি পয়েন্টে দাঁড়াবে। দিনে চারবার লাবনী থেকে পাটুয়ারটেক পর্যন্ত এ ট্যুরিস্ট বাস চলাচল করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর সঙ্গে দ্বীতল বিশিষ্ট ছাদখোলা টুরিস্ট বাস দুটি চুক্তিভিত্তিক নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বাস দুটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালনা করবে। দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এ বাস মেরিনড্রাইভের পাটুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এরই মধ্যে দীর্ঘ মেরিনড্রাইভ সড়কে পর্যটন স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে। এর ভাড়া সবার সাধ্যের মধ্যেই থাকবে।
শিরোনাম
- পিরোজপুরে গৃহবধূ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
- বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
- নিয়মকানুনের কড়াকড়িতে সিঙ্গাপুর ছাড়ছেন ধনী চীনারা
- চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- ৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের