কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দ্বিতল ছাদখোলা ট্যুরিস্ট বাস চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। এ বাসে ঘুরতে পারবেন ভ্রমণপিপাসুরা। কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন ছাদখোলা দ্বিতল টুরিস্ট বাস। সপ্তাহ খানেকের মধ্যে পর্যটকদের জন্য এটি চালু করা হবে। আগামীতে আরও তিনটি বাস সংযোজন করা হবে। জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, প্রাথমিকভাবে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস দিয়ে সার্ভিসটি চালু করা হচ্ছে। ছাদখোলা দুটি বাস নিয়মিত মেরিনড্রাইভ সড়কে চালু থাকবে। সোমবার বিকালে প্রাথমিকভাবে মেরিনড্রাইভ সড়কে পরীক্ষামূলক চলাচল করেছে। ছাদখোলা দ্বিতল বাসের একটিতে ৫৯ ও অন্যটিতে ৭৫টি আসন রয়েছে। এ ট্যুরিস্ট বাস লাবনী পয়েন্টের বিচ ম্যানেজমেন্ট কমিটির তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে থেকে সকাল ৮টা থেকে দুই ঘণ্টা পরপর মেরিনড্রাইভ দিয়ে পাটুয়ার টেক পর্যন্ত যাবে। এ বাস লাবনী থেকে শুরু করে দরিয়ানগর, সালসা বিচ, রেজুখাল, ইনানী বিচ ও পাটুয়ারটেক বিচসহ পাঁচটি পয়েন্টে দাঁড়াবে। দিনে চারবার লাবনী থেকে পাটুয়ারটেক পর্যন্ত এ ট্যুরিস্ট বাস চলাচল করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর সঙ্গে দ্বীতল বিশিষ্ট ছাদখোলা টুরিস্ট বাস দুটি চুক্তিভিত্তিক নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বাস দুটি কক্সবাজার জেলা প্রশাসন পরিচালনা করবে। দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেওয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এ বাস মেরিনড্রাইভের পাটুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এরই মধ্যে দীর্ঘ মেরিনড্রাইভ সড়কে পর্যটন স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে। এর ভাড়া সবার সাধ্যের মধ্যেই থাকবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে