রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় থেকে ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা পার হন পাবনা জেলার কয়েক গ্রামের মানুষ। পাশাপাশি গোয়ালন্দের রাখালগাছি, কুশাহাটা, বড়সিঙ্গা গ্রামে যাতায়াত করেন ইঞ্জিনচালিত ট্রলারে। প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ ট্রলারে উত্তাল পদ্মা পাড়ি দেন। ছোটভাকলা ইউপি সূত্রে জানা যায়, প্রতি বছর অন্তারমোড় ঘাট ইজারা দেওয়া হয়। দেখভাল করেন পরিষদ সচিব। সরেজমিনে দেখা যায়, পদ্মা পাড়ি দিতে অনেক যাত্রী অন্তারমোড়ে জড়ো হয়েছেন। এখানে বসার কোনো ব্যবস্থা নেই। টিনের ছাপড়া ঘরে বসে আছেন ইজারাদারের লোক। ঝড়-বৃষ্টিতে দাঁড়ানোর মতোও ব্যবস্থা নেই। ৪০ মিনিট পরপর ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার পাবনার উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীরা জানান, প্রায় ছয় বছর ধরে এখানে ট্রলারে মানুষ যাতায়াত করেন। কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ট্রলারে জীবনরক্ষার সরঞ্জাম রাখা হয় না। অতিরিক্ত যাত্রী তুলতে নিষেধ করলেও ট্রলার মালিকরা শোনেন না। ট্রলারচালক বাবু প্রমাণিক বলেন, এই ঘাট থেকে প্রতিদিন ছয়টি ট্রলার চলাচল করে। জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে যায় মানুষ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমানে ট্রলারে বেশি যাত্রী পারাপার হচ্ছেন। এখানে জীবন রক্ষার কোনো সরঞ্জাম নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো লাগে না। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ বলেন, ওই ঘাট দিয়ে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে। আমি এখানে নতুন এসেছি বেশি কিছু জানি না।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা