রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় থেকে ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা পার হন পাবনা জেলার কয়েক গ্রামের মানুষ। পাশাপাশি গোয়ালন্দের রাখালগাছি, কুশাহাটা, বড়সিঙ্গা গ্রামে যাতায়াত করেন ইঞ্জিনচালিত ট্রলারে। প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ ট্রলারে উত্তাল পদ্মা পাড়ি দেন। ছোটভাকলা ইউপি সূত্রে জানা যায়, প্রতি বছর অন্তারমোড় ঘাট ইজারা দেওয়া হয়। দেখভাল করেন পরিষদ সচিব। সরেজমিনে দেখা যায়, পদ্মা পাড়ি দিতে অনেক যাত্রী অন্তারমোড়ে জড়ো হয়েছেন। এখানে বসার কোনো ব্যবস্থা নেই। টিনের ছাপড়া ঘরে বসে আছেন ইজারাদারের লোক। ঝড়-বৃষ্টিতে দাঁড়ানোর মতোও ব্যবস্থা নেই। ৪০ মিনিট পরপর ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার পাবনার উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীরা জানান, প্রায় ছয় বছর ধরে এখানে ট্রলারে মানুষ যাতায়াত করেন। কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ট্রলারে জীবনরক্ষার সরঞ্জাম রাখা হয় না। অতিরিক্ত যাত্রী তুলতে নিষেধ করলেও ট্রলার মালিকরা শোনেন না। ট্রলারচালক বাবু প্রমাণিক বলেন, এই ঘাট থেকে প্রতিদিন ছয়টি ট্রলার চলাচল করে। জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে যায় মানুষ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমানে ট্রলারে বেশি যাত্রী পারাপার হচ্ছেন। এখানে জীবন রক্ষার কোনো সরঞ্জাম নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো লাগে না। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ বলেন, ওই ঘাট দিয়ে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে। আমি এখানে নতুন এসেছি বেশি কিছু জানি না।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর