রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় থেকে ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা পার হন পাবনা জেলার কয়েক গ্রামের মানুষ। পাশাপাশি গোয়ালন্দের রাখালগাছি, কুশাহাটা, বড়সিঙ্গা গ্রামে যাতায়াত করেন ইঞ্জিনচালিত ট্রলারে। প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ ট্রলারে উত্তাল পদ্মা পাড়ি দেন। ছোটভাকলা ইউপি সূত্রে জানা যায়, প্রতি বছর অন্তারমোড় ঘাট ইজারা দেওয়া হয়। দেখভাল করেন পরিষদ সচিব। সরেজমিনে দেখা যায়, পদ্মা পাড়ি দিতে অনেক যাত্রী অন্তারমোড়ে জড়ো হয়েছেন। এখানে বসার কোনো ব্যবস্থা নেই। টিনের ছাপড়া ঘরে বসে আছেন ইজারাদারের লোক। ঝড়-বৃষ্টিতে দাঁড়ানোর মতোও ব্যবস্থা নেই। ৪০ মিনিট পরপর ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার পাবনার উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীরা জানান, প্রায় ছয় বছর ধরে এখানে ট্রলারে মানুষ যাতায়াত করেন। কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ট্রলারে জীবনরক্ষার সরঞ্জাম রাখা হয় না। অতিরিক্ত যাত্রী তুলতে নিষেধ করলেও ট্রলার মালিকরা শোনেন না। ট্রলারচালক বাবু প্রমাণিক বলেন, এই ঘাট থেকে প্রতিদিন ছয়টি ট্রলার চলাচল করে। জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে যায় মানুষ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমানে ট্রলারে বেশি যাত্রী পারাপার হচ্ছেন। এখানে জীবন রক্ষার কোনো সরঞ্জাম নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো লাগে না। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ বলেন, ওই ঘাট দিয়ে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে। আমি এখানে নতুন এসেছি বেশি কিছু জানি না।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০