রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের অন্তারমোড় থেকে ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা পার হন পাবনা জেলার কয়েক গ্রামের মানুষ। পাশাপাশি গোয়ালন্দের রাখালগাছি, কুশাহাটা, বড়সিঙ্গা গ্রামে যাতায়াত করেন ইঞ্জিনচালিত ট্রলারে। প্রতিদিন গড়ে ৩ হাজার মানুষ ট্রলারে উত্তাল পদ্মা পাড়ি দেন। ছোটভাকলা ইউপি সূত্রে জানা যায়, প্রতি বছর অন্তারমোড় ঘাট ইজারা দেওয়া হয়। দেখভাল করেন পরিষদ সচিব। সরেজমিনে দেখা যায়, পদ্মা পাড়ি দিতে অনেক যাত্রী অন্তারমোড়ে জড়ো হয়েছেন। এখানে বসার কোনো ব্যবস্থা নেই। টিনের ছাপড়া ঘরে বসে আছেন ইজারাদারের লোক। ঝড়-বৃষ্টিতে দাঁড়ানোর মতোও ব্যবস্থা নেই। ৪০ মিনিট পরপর ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলার পাবনার উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীরা জানান, প্রায় ছয় বছর ধরে এখানে ট্রলারে মানুষ যাতায়াত করেন। কোনো দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। ট্রলারে জীবনরক্ষার সরঞ্জাম রাখা হয় না। অতিরিক্ত যাত্রী তুলতে নিষেধ করলেও ট্রলার মালিকরা শোনেন না। ট্রলারচালক বাবু প্রমাণিক বলেন, এই ঘাট থেকে প্রতিদিন ছয়টি ট্রলার চলাচল করে। জনপ্রতি ৪০ টাকা ভাড়া দিয়ে পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে যায় মানুষ। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমানে ট্রলারে বেশি যাত্রী পারাপার হচ্ছেন। এখানে জীবন রক্ষার কোনো সরঞ্জাম নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো লাগে না। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ বলেন, ওই ঘাট দিয়ে ইঞ্জিনচালিত ট্রলার চলাচল করে। আমি এখানে নতুন এসেছি বেশি কিছু জানি না।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর