বগুড়া, নওগাঁসহ বিভিন্ন স্থানে আমন চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। নতুন ধানের গন্ধে ভরে উঠেছে উঠান। নতুন ধান কাটা আর সেই ধানে প্রথম খাবার খাওয়া অন্যরকম আনন্দ। নতুন চালের তৈরি পায়েশ-পোলাও, পিঠা-পুলিসহ রকমারি খাদ্য পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানাটাও আনন্দের। পাশাপাশি পালন করা হয় সামাজিক নানা আচার-অনুষ্ঠান। কৃষি কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৮৩ হাজার ৫১০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে ৯ লাখ টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। ধানকাটার উৎসব চলছে। শ্রমিকরা দলবেঁধে ধান কেটে মাড়াই করছেন। শহরের চারমাথা, তিনমাথা, মাটিডালী, মহাস্থান এবং রেলওয়ে স্টেশনে ধান কাটার শ্রমিকদের দেখা গেছে। তারা উত্তরের বিভিন্ন জেলা থেকে এসেছেন। গাবতলীর চাষি আমিনুর রহমান জানান, সারের কোনো সমস্যা ছিল না। চাষি আল মামুন জানান, এবার শ্রমিকের মূল্য বেশি। এক বিঘা ধান কাটতে শ্রমিকের জন্য খরচ হচ্ছে প্রায় ৬ হাজার টাকা। নন্দীগ্রামের চাষি আইয়ুব হোসেন জানান, বাজারে ধানের মণ ১১০০-১২০০ টাকা বিক্রি হচ্ছে। ১০ থেকে ১২ হাজার টাকা খরচে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ ধান পাওয়া যায়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান জানান, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়। এ থেকে ৬ লাখ মেট্রিক টন চাল উৎপাদন ধরা হলেও ফলন বেড়ে যাওয়ার আশা করা হচ্ছে। এদিকে নওগাঁয় চলতি মৌসুমে ১ লাখ ৯৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। যা থেকে ৯ লাখ ৭ হাজার ৫২৫ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। নওগাঁ সদরের চাষি ইব্রাহিম হোসেন বলেন, এ বছর ধানের ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ধান উৎপাদনে খরচ পড়েছে ১০-১২ হাজার টাকা। ধান কাটার পর অন্য ফসল উৎপাদনে বাড়তি তেমন খরচ হয় না। আবহাওয়া ভালো থাকায় এখন সুন্দরভাবে ফসল ঘরে তোলা যাচ্ছে। কৃষক এনামুল হক বলেন, আপৎকালীন ফসল হিসেবে আমন ধান আবাদ করা হয়। ধান কেটে আলু বা সরিষা চাষ করা হবে। আমন ধান বিক্রি করে সেই টাকা দিয়ে এসব ফসল আবাদ করা হবে। এতে পকেট থেকে বাড়তি টাকা খরচ হবে না। নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম বলেন, ধানে পোকার আক্রমণ হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাঘাত হবে না।
শিরোনাম
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
নতুন ধানের গন্ধে মাতোয়ারা
আবদুর রহমান টুলু, বগুড়া ও বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর