জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চোর চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চুরি হওয়া ট্রান্সফরমার, কয়েকটি মিটার, তামাসহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার নুরে আলম।
গত বুধবার রাতে জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আবদুর রশিদ, মাহফুজ, লাভলু, মোসাদ্দেম মন্ডল, খানু ফকির, সাইদুর মন্ডল, আহসান হাবীব, রাব্বী হোসেন, তুহিন, রায়হান কাজী, কাওসার, সোহাগ, মেজবাউল ইসলাম, ছানোয়ার, খোরশেদ আলম ধুলু ও জালাল হোসেন।
পুলিশ সুপার জানান, এ চক্র সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার ও মিটার চুরি করত। মিটার চুরির পর তারা সেখানে কাগজে বিকাশ নম্বর লিখে রেখে যেত। ভুক্তভোগী সেই নম্বরে যোগাযোগ করলে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করত। বিকাশে টাকা দিলে নির্জন জায়গায় মিটার রেখে যেত তারা।