কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শাখাপ্রশাখা মিলে রয়েছে ৯টি খাল। এর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হলো পাইলট কাটা খাল। এ খালে এক সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বড় বড় নৌকা নোঙর করত। তখন খালটির ৫৭০ ফিট প্রস্থ এবং গভীরতা ছিল ৪০-৫০ ফিট। দখল ও দূষণে বর্তমানে প্রস্থ দাঁড়িয়েছে ১৫০ ফিটে। গভীরতা আছে ১৫-২০ ফিট তা-ও জোয়ার হলে। ভাটার সময় গভীরতা থাকে মাত্র ৫-৭ ফিট। সরেজমিন দেখা যায়, পাইলট কাটা খালটি ধীরে ধীরে চলে যাচ্ছে প্রভাবশালীদের কবজায়। খালের পাশে করা হয়েছে কয়েকটি শুঁটকি মাছের কিল্লা। জেলেরা সাগরে মাছ মেরে এখানে এনে শুকায়। এর সব বর্জ্য এসে পড়ে খালে। শুঁটকি কিল্লায় যারা কাজ করে সবাই টয়লেট সারেন খালের দুই পাশে। ফলে দূষণ হচ্ছে পানি। অন্যদিকে লেমশীখালী ইউনিয়ন ও কেয়ারবিলে মতির বাপের বাড়ি এলাকায় দখলের উদ্দেশ্যে খালের ভরাট করা হয়েছে দুই পাশ। এতে খালটি অর্ধেক হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। শুষ্ক মৌসুমে আবার লবণ চাষে পানির সংকট দেখা দিচ্ছে। বড়ঘোপ আজম কলোনির সোলাইমান মাঝি (৮০) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় আমরা এ পাইলট কাটা খালে বোটগুলো রেখেছিলাম। তখন খালের গভীরতা ছিল অনেক। দিন দিন এটি ছোট হয়ে যাচ্ছে। উপজেলা প্রেস ক্লাব কুতুবদিয়ার সাধারণ সম্পাদক আনিচুর রহমান হিরু জানান, কুতুবদিয়ায় প্রতিনিয়ত খাল দখল ও দূষণ হচ্ছে। খাল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পরিবেশ আন্দোলন (বাপা)-এর কুতুবদিয়ার সভাপতি এম শহিদুল ইসলাম জানান, এ উপজেলার খাল রাক্ষায় সরকার এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এখানে কোনো খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জজমিত্র চাকমা বলেন, এ বিষয় আমরা অবগত ছিলাম না। কেউ খাল দখল ও দূষণ করলে দ্রুত সময়ে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
হারিয়ে যাচ্ছে কুতুবদিয়ার পাইলট কাটা খাল
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর