কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শাখাপ্রশাখা মিলে রয়েছে ৯টি খাল। এর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হলো পাইলট কাটা খাল। এ খালে এক সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বড় বড় নৌকা নোঙর করত। তখন খালটির ৫৭০ ফিট প্রস্থ এবং গভীরতা ছিল ৪০-৫০ ফিট। দখল ও দূষণে বর্তমানে প্রস্থ দাঁড়িয়েছে ১৫০ ফিটে। গভীরতা আছে ১৫-২০ ফিট তা-ও জোয়ার হলে। ভাটার সময় গভীরতা থাকে মাত্র ৫-৭ ফিট। সরেজমিন দেখা যায়, পাইলট কাটা খালটি ধীরে ধীরে চলে যাচ্ছে প্রভাবশালীদের কবজায়। খালের পাশে করা হয়েছে কয়েকটি শুঁটকি মাছের কিল্লা। জেলেরা সাগরে মাছ মেরে এখানে এনে শুকায়। এর সব বর্জ্য এসে পড়ে খালে। শুঁটকি কিল্লায় যারা কাজ করে সবাই টয়লেট সারেন খালের দুই পাশে। ফলে দূষণ হচ্ছে পানি। অন্যদিকে লেমশীখালী ইউনিয়ন ও কেয়ারবিলে মতির বাপের বাড়ি এলাকায় দখলের উদ্দেশ্যে খালের ভরাট করা হয়েছে দুই পাশ। এতে খালটি অর্ধেক হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। শুষ্ক মৌসুমে আবার লবণ চাষে পানির সংকট দেখা দিচ্ছে। বড়ঘোপ আজম কলোনির সোলাইমান মাঝি (৮০) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় আমরা এ পাইলট কাটা খালে বোটগুলো রেখেছিলাম। তখন খালের গভীরতা ছিল অনেক। দিন দিন এটি ছোট হয়ে যাচ্ছে। উপজেলা প্রেস ক্লাব কুতুবদিয়ার সাধারণ সম্পাদক আনিচুর রহমান হিরু জানান, কুতুবদিয়ায় প্রতিনিয়ত খাল দখল ও দূষণ হচ্ছে। খাল রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পরিবেশ আন্দোলন (বাপা)-এর কুতুবদিয়ার সভাপতি এম শহিদুল ইসলাম জানান, এ উপজেলার খাল রাক্ষায় সরকার এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এখানে কোনো খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জজমিত্র চাকমা বলেন, এ বিষয় আমরা অবগত ছিলাম না। কেউ খাল দখল ও দূষণ করলে দ্রুত সময়ে অভিযান পরিচালনা করা হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে