জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি প্রতিনিধি দল গতকাল গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সদর দফতর পরিদর্শন করে। প্রতিনিধি দলটি ব্রির জ্যেষ্ঠ বিজ্ঞানী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়। ব্রির প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এফএওর পরামর্শক সোনম তোবগে।
উপস্থিত ছিলেন ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলাম, ড. মোহাম্মদ খালেকুজ্জামান, ড. মো. আবদুল লতিফ, ড. মুন্নুজান খানম প্রমুখ।
সভা শেষে সফররত প্রতিনিধি দলটি ব্রির কেন্দ্রীয় গবেষণাগার, রাইস মিউজিয়াম, জিন ব্যাংক পরিদর্শন করে।