নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি ভবন উদ্বোধনের চার বছরেও জনবল নিয়োগ হয়নি। বিল বকেয়া থাকায় ভবনটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১০ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি ভবনটি কোনো কাজে আসছে না। নওগাঁ শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতি প্রচার, প্রসার ও সংরক্ষণের জন্য পত্নীতলার নজিপুর পৌরসভা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতি একাডেমি ভবনটি নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৫ সালের ২০ মে। নির্মাণ প্রকল্পের মেয়াদ এক বছর হলেও শেষে হয় ২০১৮ সালের জুনে। ওই বছরের ১ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনতলা ভবনটিতে রয়েছে ৩০০ আসন বিশিষ্ট অত্যাধুনিক অডিটোরিয়াম, অফিস বিল্ডিং, ডরমেটরি, মিউজিয়াম, লাইব্রেরি, সাবস্টেশন এবং ৫০০ আসনের মুক্তমঞ্চ। উদ্বোধনের পর চার বছর পার হলেও কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। ভবনটি দেখভালের জন্য স্থানীয় প্রশাসন একজন অফিস সহকারী ও একজন নৈশপ্রহরী নিয়োগ দিয়েছে। প্রথম দিকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে তাদের মাসিক সম্মানী দেওয়া হলেও দুই বছর ধরে তা বন্ধ। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এদিকে বিল বকেয়া থাকায় ভবনটিতে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎবিভাগ। এক বছরের বেশি সময় ধরে বিদ্যুৎহীন রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি ভবন। সন্ধ্যা নামলেই ভবন ও আশপাশের এলাকায় অন্ধকার নেমে আসে। অন্ধকারের মধ্যেই ডিউটি করতে হয় নৈশপ্রহরীকে। জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পত্নীতলার বাসিন্দা নরেন চন্দ্র পাহান বলেন, উদ্বোধনের পর কিছু দিন ভবনটিতে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি। দেড় বছর ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় সেখানে কোনো প্রোগ্রাম করতে পারছি না। ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের সাংস্কৃতিক বিকাশে কোটি কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে অথচ ব্যবহার করা যাচ্ছে না- এটা খুবই দুঃখজনক। নওগাঁ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তাইফুর রহমান বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের সমস্যা ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটিতে জনবল চেয়ে একাধিকবার সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা