নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরার জন্য বসতবাড়ির কোলঘেঁষে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হয়েছে। এর ফলে নদী ভাঙনের শিকার হচ্ছে মাগুরার শ্রীপুরের বিপুলসংখ্যক পরিবার। চার দিনে উপজেলার গঙ্গারামখালী গ্রামের মালোপাড়া ও বিশ্বাসপাড়ার অন্তত ১৫ পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি গড়াই নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্তরা। হুমকির মুখে রয়েছে আরও অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। এ ঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছে। ভুক্তভোগী কুমারেশ চক্রবর্তী জানান, নদী ভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলিয়ার রহমান’ ২০২৩-২৪ অর্থবছরে নদীশাসন প্রকল্পের আওতায় জিও ব্যাগ ভরার জন্য ওই স্থানে বসতি এলাকা থেকে সম্প্রতি বালু উত্তোলন করে। সে সময় দূর থেকে বালু তোলার জন্য বলা হলেও তার তোয়াক্কা করেনি তারা। এর পরই এলাকার বিভিন্ন বাড়িঘর ও উঠানে ফাটল দেখা দেয়। শুক্রবার থেকে সেখানে ঘরবাড়ি, গাছপালা নদীতে ভেঙে পড়ছে। এর মধ্যে মালোপাড়া ও বিশ্বাসপাড়ার বিদ্যুৎ চক্রবর্তী, দিলীপ, সুকুমার, সুবোধ, মধুসূদন, নারায়ণ, সঞ্জিত, বৈকুণ্ঠ, নিখিল, সরজিৎ, নীরোদের বাড়িঘর, গাছপালা নদীতে চলে গেছে। ফাটল ধরেছে অমরেশ, বিনয়, উজ্জ্বল, কালাচাঁদ, অমল, রবি, শ্যামল, সুবোল, তপন, গোপাল, কৃষ্ণ, অসিত, মনোজিৎ, বিশ্বজিৎ, শৈলেন, সাধন, অচিন্ত্য, সুভাষসহ অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, গাছপালা ও জমি। তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বর্ষা মৌসুম এলেই ভাঙনে পুরো গ্রাম নদীতে চলে যাবে বলে তারা শঙ্কা প্রকাশ করে। চৌদ্দপুরুষের বসতভিটা চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। বালু তোলা বন্ধ করতে বারবার ঠিকাদার ও প্রশাসনের লোকজনকে জানালেও তারা গুরুত্বই দেননি। নদী ভাঙনের সংবাদ পেয়ে শনিবার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি এরশাদ জানান, তারা বাঁধের কাজে ব্যবহারের জন্য বালু উত্তোলন করেছেন। তাদের ধারণা ছিল না এটি এমন হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল বলেন, ‘জিও ব্যাগ ভরার জন্য এখান থেকে বালু তোলা হচ্ছে; বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তাদের সে সময় ধরে নিয়ে যায় পুলিশ। ছাড়া পাওয়ার পর আবার এসে সেখান থেকেই বালু তোলে।’ মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। সেখানে অপরিকল্পিত বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। নতুন করে জিওবি ব্যাগ দিয়ে বাঁধা হবে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে, তাদের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা