নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরার জন্য বসতবাড়ির কোলঘেঁষে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হয়েছে। এর ফলে নদী ভাঙনের শিকার হচ্ছে মাগুরার শ্রীপুরের বিপুলসংখ্যক পরিবার। চার দিনে উপজেলার গঙ্গারামখালী গ্রামের মালোপাড়া ও বিশ্বাসপাড়ার অন্তত ১৫ পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি গড়াই নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্তরা। হুমকির মুখে রয়েছে আরও অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। এ ঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছে। ভুক্তভোগী কুমারেশ চক্রবর্তী জানান, নদী ভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলিয়ার রহমান’ ২০২৩-২৪ অর্থবছরে নদীশাসন প্রকল্পের আওতায় জিও ব্যাগ ভরার জন্য ওই স্থানে বসতি এলাকা থেকে সম্প্রতি বালু উত্তোলন করে। সে সময় দূর থেকে বালু তোলার জন্য বলা হলেও তার তোয়াক্কা করেনি তারা। এর পরই এলাকার বিভিন্ন বাড়িঘর ও উঠানে ফাটল দেখা দেয়। শুক্রবার থেকে সেখানে ঘরবাড়ি, গাছপালা নদীতে ভেঙে পড়ছে। এর মধ্যে মালোপাড়া ও বিশ্বাসপাড়ার বিদ্যুৎ চক্রবর্তী, দিলীপ, সুকুমার, সুবোধ, মধুসূদন, নারায়ণ, সঞ্জিত, বৈকুণ্ঠ, নিখিল, সরজিৎ, নীরোদের বাড়িঘর, গাছপালা নদীতে চলে গেছে। ফাটল ধরেছে অমরেশ, বিনয়, উজ্জ্বল, কালাচাঁদ, অমল, রবি, শ্যামল, সুবোল, তপন, গোপাল, কৃষ্ণ, অসিত, মনোজিৎ, বিশ্বজিৎ, শৈলেন, সাধন, অচিন্ত্য, সুভাষসহ অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, গাছপালা ও জমি। তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বর্ষা মৌসুম এলেই ভাঙনে পুরো গ্রাম নদীতে চলে যাবে বলে তারা শঙ্কা প্রকাশ করে। চৌদ্দপুরুষের বসতভিটা চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। বালু তোলা বন্ধ করতে বারবার ঠিকাদার ও প্রশাসনের লোকজনকে জানালেও তারা গুরুত্বই দেননি। নদী ভাঙনের সংবাদ পেয়ে শনিবার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি এরশাদ জানান, তারা বাঁধের কাজে ব্যবহারের জন্য বালু উত্তোলন করেছেন। তাদের ধারণা ছিল না এটি এমন হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল বলেন, ‘জিও ব্যাগ ভরার জন্য এখান থেকে বালু তোলা হচ্ছে; বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তাদের সে সময় ধরে নিয়ে যায় পুলিশ। ছাড়া পাওয়ার পর আবার এসে সেখান থেকেই বালু তোলে।’ মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। সেখানে অপরিকল্পিত বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। নতুন করে জিওবি ব্যাগ দিয়ে বাঁধা হবে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে, তাদের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
অবৈধ বালু তোলায় ভাঙন
গড়াই নদীতে বিলীন বাড়িঘর, হুমকিতে বহু পরিবার
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর