নদী ভাঙন রোধে জিও ব্যাগ ভরার জন্য বসতবাড়ির কোলঘেঁষে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তোলা হয়েছে। এর ফলে নদী ভাঙনের শিকার হচ্ছে মাগুরার শ্রীপুরের বিপুলসংখ্যক পরিবার। চার দিনে উপজেলার গঙ্গারামখালী গ্রামের মালোপাড়া ও বিশ্বাসপাড়ার অন্তত ১৫ পরিবারের বসতঘর, গাছপালা, ফসলি জমি গড়াই নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্তরা। হুমকির মুখে রয়েছে আরও অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। এ ঘটনায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছে। ভুক্তভোগী কুমারেশ চক্রবর্তী জানান, নদী ভাঙন রোধে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলিয়ার রহমান’ ২০২৩-২৪ অর্থবছরে নদীশাসন প্রকল্পের আওতায় জিও ব্যাগ ভরার জন্য ওই স্থানে বসতি এলাকা থেকে সম্প্রতি বালু উত্তোলন করে। সে সময় দূর থেকে বালু তোলার জন্য বলা হলেও তার তোয়াক্কা করেনি তারা। এর পরই এলাকার বিভিন্ন বাড়িঘর ও উঠানে ফাটল দেখা দেয়। শুক্রবার থেকে সেখানে ঘরবাড়ি, গাছপালা নদীতে ভেঙে পড়ছে। এর মধ্যে মালোপাড়া ও বিশ্বাসপাড়ার বিদ্যুৎ চক্রবর্তী, দিলীপ, সুকুমার, সুবোধ, মধুসূদন, নারায়ণ, সঞ্জিত, বৈকুণ্ঠ, নিখিল, সরজিৎ, নীরোদের বাড়িঘর, গাছপালা নদীতে চলে গেছে। ফাটল ধরেছে অমরেশ, বিনয়, উজ্জ্বল, কালাচাঁদ, অমল, রবি, শ্যামল, সুবোল, তপন, গোপাল, কৃষ্ণ, অসিত, মনোজিৎ, বিশ্বজিৎ, শৈলেন, সাধন, অচিন্ত্য, সুভাষসহ অর্ধশতাধিক পরিবারের বাড়িঘর, গাছপালা ও জমি। তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বর্ষা মৌসুম এলেই ভাঙনে পুরো গ্রাম নদীতে চলে যাবে বলে তারা শঙ্কা প্রকাশ করে। চৌদ্দপুরুষের বসতভিটা চোখের সামনে নদীর পেটে চলে যাচ্ছে, কিছুই করতে পারছে না। বালু তোলা বন্ধ করতে বারবার ঠিকাদার ও প্রশাসনের লোকজনকে জানালেও তারা গুরুত্বই দেননি। নদী ভাঙনের সংবাদ পেয়ে শনিবার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে ঠিকাদারের প্রতিনিধি এরশাদ জানান, তারা বাঁধের কাজে ব্যবহারের জন্য বালু উত্তোলন করেছেন। তাদের ধারণা ছিল না এটি এমন হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল বলেন, ‘জিও ব্যাগ ভরার জন্য এখান থেকে বালু তোলা হচ্ছে; বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। তাদের সে সময় ধরে নিয়ে যায় পুলিশ। ছাড়া পাওয়ার পর আবার এসে সেখান থেকেই বালু তোলে।’ মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। সেখানে অপরিকল্পিত বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। নতুন করে জিওবি ব্যাগ দিয়ে বাঁধা হবে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে, তাদের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
অবৈধ বালু তোলায় ভাঙন
গড়াই নদীতে বিলীন বাড়িঘর, হুমকিতে বহু পরিবার
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর