শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্মাণাধীন বহুতল ভবনে লাল দাগ সওজের, কাজ বন্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধি

নির্মাণাধীন বহুতল ভবনে লাল দাগ সওজের, কাজ বন্ধ

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমিতে স্থাপনা তৈরির অভিযোগে ঠাকুরগাঁওয়ে একটি চারতলা নির্মাণাধীন ভবনে লাল দাগ দিয়েছে সওজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভবনের অবৈধ অংশ মৌখিকভাবে সরিয়ে নিতে বলা হয়েছে মালিককে। ফলে বন্ধ হয়ে গেছে নির্মাণকাজ। সওজের ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মাপজোক করে বৃহস্পতিবার সওজের কর্মকর্তারা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম সংলগ্ন স্থানে সীমানা নির্ধারণ করে লাল দাগ দেন। সওজের ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিন পরিদর্শন করি। মাপজোক করে দেখা যায়, ভবনটির একাংশ সওজের জমিতে পড়েছে। তখন সীমানা নির্ধারণ করে লাল দাগ দিই এবং মালিক পক্ষকে স্থাপনা সরিয়ে নিতে বলি। তিনি সরিয়ে না নিলে উচ্ছেদ অভিযানের আওতায় পড়বে। ভবনমালিক মুনসেফ আলী বলেন, সওজের জায়গা ছেড়েই তিনি ভবন নির্মাণ করছেন। মাপজোকে ভুল হয়েছে- দাবি তার। পৌরসভা থেকে নকশা অনুমোদন নিয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় পৌর কাউন্সিলর আতাউর রহমান বলেন, পৌরসভা ব্যক্তির নিজস্ব জমির ওপর ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন দেয়। কেউ সড়কের জমিতে ভবন নির্মাণ করলে সে দায়দায়িত্ব তার।

সর্বশেষ খবর