রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ব্যবসায়ীকে হত্যার ভয় দেখিয়ে ১৬০ ভরি সোনা ছিনতাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জে মিলন কর্মকার নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর এবং গুলি করে হত্যার ভয় দেখিয়ে ১৬০ ভরি সোনা, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। মিলন জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিনি। কাছাকাছি পৌঁছামাত্র তিন-চারজন মোটরসাইকেল থামিয়ে তাকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে হত্যার হুমকি দিয়ে সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সবকিছু ছিনিয়ে নেয়। গতকাল পানগুছি নদীর তীরে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। স্বর্ণলংকার ও টাকা এখনো পাওয়া যায়নি। জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা (ডিবি) পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দিপক কর্মকারকে মারধর করে ২০ ভরি স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দেড় বছরের মাথায় আবার  ছিনতাইয়ের ঘটনায় সোনা ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি পাওয়া গেছে। সোনা, টাকা ও ছিনতাইকারীদের সন্ধানে পুলিশ, ডিবি ও পিবিআইয়ের কয়েকটি দল কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর