নওগাঁর ধামইরহাটে আলতাদিঘির জলে ডানা ঝাপটানো, ঝগড়া ও খুনসুটিতে মেতে ওঠা পরিযায়ী পাখির কলকাকলি দেখতে পর্যটক ও দর্শনার্থীর ভিড় লেগেই থাকত। দুই বছর আগেও এমন দৃশ্য ছিল সেখানে। কিন্তু সম্প্রতি সংস্কার ও পুনঃখননের নামে সর্বনাশ করা হয়েছে এ দিঘির। এখন খাঁখাঁ করছে। যেন একখন্ড মরুভূমিতে পরিণত হয়েছে ঐতিহাসিক আলতাদিঘি। পুনঃখননের নামে পাল আমলের এ দিঘির চারপাশের গাছ কেটে ফেলা হয়েছে। শুকিয়ে ফেলা হয়েছে দিঘিটি। মাঝেমধ্যেই আগুন লাগার ঘটনা ঘটছে সেখানে। পুড়ে ছাই হচ্ছে আলতাদিঘি জাতীয় উদ্যানের বিশাল বিশাল শাল-সেগুনসহ অসংখ্য গাছ। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ, বিলুপ্ত হচ্ছে অজগর, বানর, বাঘসহ অসংখ্য বন্য প্রাণী। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশবাদীরা। এ আগুন লাগার পেছনে বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন তারা। জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এ দিঘি পুনঃখনন কাজ উদ্বোধন করেন। উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্পের নামে পুনঃখনন কাজে ব্যয় ধরা হয় ৬ কোটি ৩৯ লাখ টাকা। এটা বাস্তবায়ন করতে গিয়ে দিঘির চারপাশের ১ হাজার ২টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে আকাশমণি ৪৫৬টি এবং ইউক্যালিপটাস ৫৪৬টি। তবে স্থানীয়দের অভিযোগ, দিঘি পুনঃখননের নামে ২ হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। এর মূল জলাশয় থেকে পাড়ের অনেক দূরের গাছ কাটা হয়েছে। আশপাশের প্রাকৃতিক শালবনের অনেক বড় গাছও কেটে ফেলা হয়েছে। আলতাদিঘিতে ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থী জানান, দিঘিপাড়ের গাছের ছায়ায় জমজমাট পিকনিক পার্টি হতো। দিঘির পাড়ে ঘুরে বেড়ানো, টলটলে জলে ভেসে থাকা সাদা ও গোলাপি পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করত অনেকে। দিঘিপাড়ের গাছ কেটে ফেলায় এখানে বেড়াতে এসে বিশ্রাম নেওয়ার মতো জায়গা পান না তারা। দিঘিতে পানি না থাকায় পর্যটকরা সৌন্দর্য উপভোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ফলে এখানে আগের চেয়ে পর্যটক আসা অনেক কমে গেছে। কয়েকজন কলেজ শিক্ষার্থী জানান, দিঘির বর্তমান অবস্থা দেখে তারা ক্ষুব্ধ। আগে দিঘিপাড়ে বড় বড় উইঢিবি ছিল। দিঘিপাড় পাখির কলকাকলিতে মুখর থাকত। কিন্তু এখন সেখানটায় খাঁখাঁ করছে। এ যেন মরুভূমি। রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, ‘দিঘি পুনঃখননের ফলে প্রাকৃতিক শালবনের কোনো ক্ষতি হয়নি। দিঘিপাড়ের যেসব গাছ কাটা হয়েছে ওইসব গাছের জায়গায় শোভাবর্ধনকারী দৃষ্টিনন্দন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।’ বনবিট কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘আলতাদিঘি দীর্ঘদিন খনন ও সংস্কার না করায় এর গভীরতা কমে গিয়েছিল। তাই এটি পুনঃখনন ও পাড় সংস্কার জরুরি হয়ে পড়েছিল।’ ওই প্রকল্পের কনসালট্যান্ট হাবিবুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে ঠিকাদার কিছু গাফিলতি করেছিলেন। পরে চাপ প্রয়োগ করা হলে তিনি ঠিক করে দেন। এ নিয়ে সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।’ তাদের অভিযোগ, কিছুদিন আগেও আলতাদিঘিতে ছিল সবুজের আভা। উন্নয়ন প্রকল্পের নামে এখন খাঁখাঁ করছে জলাধারটি।
শিরোনাম
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
সংস্কারের নামে সর্বনাশ
চারপাশের গাছ কেটে ফেলায় খাঁখাঁ করছে ঐতিহাসিক আলতাদিঘি
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর