নওগাঁর ধামইরহাটে আলতাদিঘির জলে ডানা ঝাপটানো, ঝগড়া ও খুনসুটিতে মেতে ওঠা পরিযায়ী পাখির কলকাকলি দেখতে পর্যটক ও দর্শনার্থীর ভিড় লেগেই থাকত। দুই বছর আগেও এমন দৃশ্য ছিল সেখানে। কিন্তু সম্প্রতি সংস্কার ও পুনঃখননের নামে সর্বনাশ করা হয়েছে এ দিঘির। এখন খাঁখাঁ করছে। যেন একখন্ড মরুভূমিতে পরিণত হয়েছে ঐতিহাসিক আলতাদিঘি। পুনঃখননের নামে পাল আমলের এ দিঘির চারপাশের গাছ কেটে ফেলা হয়েছে। শুকিয়ে ফেলা হয়েছে দিঘিটি। মাঝেমধ্যেই আগুন লাগার ঘটনা ঘটছে সেখানে। পুড়ে ছাই হচ্ছে আলতাদিঘি জাতীয় উদ্যানের বিশাল বিশাল শাল-সেগুনসহ অসংখ্য গাছ। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ, বিলুপ্ত হচ্ছে অজগর, বানর, বাঘসহ অসংখ্য বন্য প্রাণী। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবেশবাদীরা। এ আগুন লাগার পেছনে বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন তারা। জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এ দিঘি পুনঃখনন কাজ উদ্বোধন করেন। উদ্যানের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণ প্রকল্পের নামে পুনঃখনন কাজে ব্যয় ধরা হয় ৬ কোটি ৩৯ লাখ টাকা। এটা বাস্তবায়ন করতে গিয়ে দিঘির চারপাশের ১ হাজার ২টি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে আকাশমণি ৪৫৬টি এবং ইউক্যালিপটাস ৫৪৬টি। তবে স্থানীয়দের অভিযোগ, দিঘি পুনঃখননের নামে ২ হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। এর মূল জলাশয় থেকে পাড়ের অনেক দূরের গাছ কাটা হয়েছে। আশপাশের প্রাকৃতিক শালবনের অনেক বড় গাছও কেটে ফেলা হয়েছে। আলতাদিঘিতে ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থী জানান, দিঘিপাড়ের গাছের ছায়ায় জমজমাট পিকনিক পার্টি হতো। দিঘির পাড়ে ঘুরে বেড়ানো, টলটলে জলে ভেসে থাকা সাদা ও গোলাপি পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করত অনেকে। দিঘিপাড়ের গাছ কেটে ফেলায় এখানে বেড়াতে এসে বিশ্রাম নেওয়ার মতো জায়গা পান না তারা। দিঘিতে পানি না থাকায় পর্যটকরা সৌন্দর্য উপভোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। ফলে এখানে আগের চেয়ে পর্যটক আসা অনেক কমে গেছে। কয়েকজন কলেজ শিক্ষার্থী জানান, দিঘির বর্তমান অবস্থা দেখে তারা ক্ষুব্ধ। আগে দিঘিপাড়ে বড় বড় উইঢিবি ছিল। দিঘিপাড় পাখির কলকাকলিতে মুখর থাকত। কিন্তু এখন সেখানটায় খাঁখাঁ করছে। এ যেন মরুভূমি। রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান বলেন, ‘দিঘি পুনঃখননের ফলে প্রাকৃতিক শালবনের কোনো ক্ষতি হয়নি। দিঘিপাড়ের যেসব গাছ কাটা হয়েছে ওইসব গাছের জায়গায় শোভাবর্ধনকারী দৃষ্টিনন্দন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।’ বনবিট কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘আলতাদিঘি দীর্ঘদিন খনন ও সংস্কার না করায় এর গভীরতা কমে গিয়েছিল। তাই এটি পুনঃখনন ও পাড় সংস্কার জরুরি হয়ে পড়েছিল।’ ওই প্রকল্পের কনসালট্যান্ট হাবিবুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে ঠিকাদার কিছু গাফিলতি করেছিলেন। পরে চাপ প্রয়োগ করা হলে তিনি ঠিক করে দেন। এ নিয়ে সাধারণ মানুষের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।’ তাদের অভিযোগ, কিছুদিন আগেও আলতাদিঘিতে ছিল সবুজের আভা। উন্নয়ন প্রকল্পের নামে এখন খাঁখাঁ করছে জলাধারটি।
শিরোনাম
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
- এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
- পাকিস্তান ইস্যুতে মোদিকে স্পষ্ট নির্দেশনা ট্রাম্পের
- কার্গো ভিলেজে আগুন : শুক্র-শনিও খোলা থাকবে ঢাকা কাস্টমস
- সিরিয়ায় ফরাসি চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে নেপাল রাষ্ট্রদূতের আহ্বান
- আবারও আফগানিস্তানে দূতাবাস চালু করলো ভারত
- কলাপাড়ায় ৫ শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
- ক্ষমতা থাকলে বিক্ষোভ বন্ধ করে দেখান, ট্রাম্পকে খোঁচা খামেনির
- ওয়ার্ল্ড হ্যান্ডরাইটিং প্রতিযোগিতায় বিজয়ী রংপুরের দুই শিক্ষার্থী
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সেলিম প্রধান
- বগুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের তিন গরুর মৃত্যু
- গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
- গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরায়েলে ব্রিটিশ সেনা মোতায়েন
- গৃহবধূর মরদেহ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা উধাও
- মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
- বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব : ইসি মাছউদ
- ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৫-১৬ শতাংশ করছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি ইবতেদায়ী শিক্ষকদের, নতুন কর্মসূচি
সংস্কারের নামে সর্বনাশ
চারপাশের গাছ কেটে ফেলায় খাঁখাঁ করছে ঐতিহাসিক আলতাদিঘি
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম