শ্বশুরবাড়িতে মারধরে ইটভাটা শ্রমিক ফরিদ মিয়া (২৮) মারা গেছেন অভিযোগে শাশুড়িসহ চারজনের নামে কলমাকান্দা থানায় মামলা হয়েছে। মৃতের মা ফরিদা খাতুন বাদী হয়ে গতকাল মামলাটি করেন। আসামিরা হলেন- শাশুড়ি আনোয়ারা বেগম, শ্যালিকা কুলসুমা আক্তার, কুলসুমার স্বামী ছায়েদ আলী, সেলিম মিয়াসহ অজ্ঞাত ২-৩ জন। এ ঘটনায় আটক শাশুড়ি-শ্যালিকাসহ তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। লাশ পাঠানো হয়েছে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে।
ওসি মোহাম্মদ লুৎফুল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। মৃতের পরিবার ও পুলিশ জানায়, ফরিদ কুমিল্লায় ইটভাটায় কাজ করায় সন্তান নিয়ে স্ত্রী ফাতেমা বাবার বাড়ি থাকতেন। প্রায় এক মাস আগে ফাতেমা আরেকজনকে বিয়ে করে বাড়ি ছেড়ে যান। খবর শুনে ফরিদ শুক্রবার সকালে যান শ্বশুরবাড়ি। তখন ৬-৭ জন মিলে তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।