মাগুরা ডিবি পুলিশ গতকাল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজা জব্দ করেছে। আটক করা হয়েছে দুজনকে। তারা হলেন- রুহুল আমিন (৪১) ও আবুল হাসেম। তাদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার জালিয়াপাড়া গ্রামে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, গোপন খবরে গতকাল সকালে শহরের শিমুলিয়ার ঢাল এলাকায় যশোরমুখী একটি ট্রাকে চালানো হয় তল্লাশি। কাঠের গুঁড়ার মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৮০ কেজি গাঁজা পাওয়া যায়। আটক করা হয় দুজনকে। তারা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত- তথ্য পাওয়া গেছে।