জামালপুরের ইসলামপুর উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে এক পরিবার। জামালপুর জেলা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, পল্লী চিকিৎসক ভুক্তভোগী শেখ মোহাম্মদ মজনু। তিনি অভিযোগ করেন, তার ওষুধের দোকান থেকে প্রতিবেশী মিন্টু ১ হাজার টাকার পণ্য কেনেন বাকিতে। টাকা চাইলে দিতে অস্বীকার করেন মিন্টু। এ নিয়ে দুজনের হাতাহাতি হয়। এরপর মজনুকে বিভিন্ন ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করছেন মিন্টু। আরও অভিযোগ করেন, এসব মামলায় সুবিধা করতে না পেরে ১৭ জুলাই রাতে মিন্টু তার অসুস্থ বাবাকে হত্যা করে আমার বাড়ির পেছনে গাছে ঝুলিয়ে রাখে।