জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরিক হতে হবে। কোরআন সমাজে প্রতিষ্ঠা হলে আদর্শ সমাজ গড়ে উঠবে আর আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সবাইকে কোরআন আঁকড়ে ধরার আহ্বান জানান। তিনি শুক্রবার সকালে সুবিল স্কুল মাঠে তালিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়ার ফুলবাড়ী অঞ্চল আয়োজিত হাজি সমাবেশ ২০২৪ অনুষ্ঠানে বৃক্ততা করছিলেন। সুবিল স্কুলের সাবেক সভাপতি আলহাজ নওশাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ প্রফেসর শাহজাহান আলী।
বক্তব্য দেন বগুড়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, অ্যাডভোকেট মাহিন মিয়া, আলহাজ মাওলানা আবদুল হালিম বেগ, আলহাজ মাওলানা নুরুল ইসলাম, কারি আবদুল্লাহ আল মামুন, মাওলানা হিফজুল বারী প্রমুখ।