ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের ব্যাংক হিসাব এবং স্ত্রীর জামিলা পারভীন কুমকুমের নামে অর্জিত সব স্থাবর সম্পত্তি ক্রোক করেছে দুদক। ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আকবর আলী খান গত বুধবার এ আদেশ দেন। ৭ আগস্ট তুহিন লস্কর ও স্ত্রী কুমকুমের প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোকের আবেদন করেন দুদুকের উপসহকারী পরিচালক ইমরান আকন। ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এমন কোনো চিঠিও পাইনি। দুদুকের উপসহকারী পরিচালক ইমরান আকন জানান, তুহিন লষ্করের স্ত্রীর আয়ের কোনো উৎস না থাকলেও ভুয়া ব্যবসা দেখিয়ে এ সম্পদ অর্জন করেছেন। তিনি বলেন- খুলনার হাউজিং এস্টেটে একটি পাঁচ তলা বাড়ি, ফরিদপুরে বিলাসবহুল দুটি ফ্লাট এবং গোপালগঞ্জ শহরে বেশকিছু জমি রয়েছে তার নামে। স্থাবর সম্পত্তি ক্রোকের বিবরণে দেখা যায়, খুলনার খালিশপুরে গোয়ালপাড়া মৌজায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের জমি, গোয়ালপাড়া মৌজায় প্রতিতলায় ১ দশমিক ৮০৫ কাঠা জমি ও পাঁচ তলা দুই ইউনিটের বাড়ি যার আনুমানিক মূল্য দেড় কোটি, ফরিদপুরের হাবেলী গোপালপুর মৌজায় ০০.৩৫ শতাংশ জমি যার মূল্য দেড় লাখ, হ্যাবেলী গোপালপুর মৌজায় ১২০০ বর্গফুটের ফ্লাট যার মূল্য ৪০ লাখ, ফরিদপুরের কমলাপুর মৌজায় ১২০০ বর্গফুটের ফ্লাট যার মূল্য ৩০ লাখ, গোপালগঞ্জ সদরের খাটারা মৌজায় ৫ দশমিক ২০ শতাংশ জমির মূল্য ৪০ লাখ, গোপালগঞ্জ সদর খাটারা মৌজায় ৭ দশমিক ২০ শতাংশ জমির যার মূল্য ৯ লাখ, গোপালগঞ্জ সদরের ঘোড়ারা মৌজায় ৫ দশমিক ২০ শতাংশ জমির মূল্য ৬ লাখসহ মোট পৌনে ৩ কোটির টাকার সম্পদ। ব্যাংক হিসাব ক্রোক তালিকায় রয়েছে, ফরিদপুর ব্র্যাক ব্যাংকে তুহিন লস্করের হিসাবে নগদ ২৬ লাখ ৪৮ হাজার টাকা এবং তার স্ত্রীর একই ব্যাংকে দুটি আলাদা অ্যাকাউন্টে প্রায় ৮০ লাখ টাকা।
শিরোনাম
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
সম্পদের পাহাড় ট্রাফিক ইন্সপেক্টর দম্পতির
স্থাবর সম্পত্তি ক্রোক
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর