সড়ক দুর্ঘটনায় বাগেরহাট, টাঙ্গাইল ও গাজীপুরে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-
বাগেরহাট : বাগেরহাট-খুলনা মহাসড়কে ফকিরহাটে ট্রাকের ধাক্কায় তানজু শেখ (১৮) নামে অন্য এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল : কালিহাতীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে আবদুল জলিল নামে এক পিকআপের চালক নিহত হয়েছেন।
টঙ্গী (গাজীপুর) : টঙ্গীতে সোমবার রাতে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্বাস আলী (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।