শিরোনাম
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের কাছে ৭৬টি মোবাইল ২৭৯ সিমকার্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাসহ সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে নোয়াখালীর হাতিয়ার নলছিরা ইউপি চেয়ারম্যান মুনছুর উল্লাহ শিবলীকে আটক করেছে নৌবাহিনী। তিনি সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর সহযোগী ছিলেন বলে জানা গেছে। বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। শিবলীর কাছ থেকে জব্দ করা হয়েছে ২৭৯টি সিমকার্ড ও ৭৬টি মোবাইল ফোন। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া গেছে।

 

সর্বশেষ খবর