সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে স্বজনসহ পুলিশ মিলে নদী থেকে শিশুদের লাশ দুটি উদ্ধার করেন। শিশুরা হলো- কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের খাদিজা খাতুন (৬) মেয়ে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে গতকাল মুনিরা ইয়াসমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুনিরা নাচোলের শাহজাহান আলীর মেয়ে।