লালমনিরহাটের হাড়িভাঙ্গায় মালবাহী একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে মাদরাসা ও লিল্লাহ বোর্ডিয়ের ভিতর ঢুড়ে পড়ে। এতে একটি কক্ষে ঘুমিয়ে থাকা ১৪ জন শিক্ষার্থী আহত হন। সদর উপজেলার হাড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদরাসায় গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাকটি রংপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে সড়কের পাশে মাদরাসার দেয়ালে ধাক্কা খায়। দেয়াল ভেঙে পড়ে ভিতরে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর পড়ে ১৪ জন আহত হয়। সেনাবাহিনী আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং প্রধান হাফেজ নুর আলম সিদ্দিক জানান, মহাসড়ক থেকে মাদরাসার দূরত্ব মাত্র পাঁচ ফিট। সড়ক ভবন কর্তৃপক্ষ মাদরাসা সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দিলে ঝুঁকি কমবে।
সদর থানার ওসি আবদুল কাদের জানান, বেপরোয়া ট্রাকটি তাদের হেফাজতে আছে। চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।