সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জামাল বিশ্বাস (৬০) নামের এক ভ্যানচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল উপজেলার  অমৃতনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাল বিশ্বাস নিজ বাড়ির ফ্রিজে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর