সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ডাকাতের হামলায় প্রাণ গেল যুবকের

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় মুরগি কিনতে যাওয়া পিকআপে ডাকাতি হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার জাকিরুল ইসলাম (২০) নিহত এবং চালক হৃদয় আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে কাপাসিয়া-মনোহরদী সড়কের কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জাকিরুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত হৃদয় জানান, ডাকাতরা চলে যাওয়ার পর পিকআপে উঠে হেলপার জাকিরুলকে মৃত দেখতে পাই। স্থানীয়দের ঘটনা জানালে তারা কাপাসিয়া থানায় খবর দেন এবং চিকিৎসার জন্য তাকে (হৃদয়) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাপাসিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ডাকাতের হামলায় আহত চালক হৃদয়কে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাস্থলে চালকের সহকারীকে হত্যা করেছে বলে শুনেছি। কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের গলায় ধারালো ছুরির এবং শরীরের বিভিন্ন স্থানে কোপের আঘাত রয়েছে। লাশ পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

 

সর্বশেষ খবর