কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা শাখা নদীতে গত বুধবার রাতে মাছ ধরার দুটি ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হন উপজেলার হরিপুর গ্রামের শামছুল হকের ছেলে রেজু মিয়া (৫০)। দুই দিন পর শুক্রবার রাতে তার লাশ মৈশারচর এলাকা থেকে উদ্ধার করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। রেজুর ছেলে বাবুল হোসেন জানান, গত বুধবার বাবা ট্রলার নিয়ে মেঘনা শাখা নদীতে মাছ ধরতে যান। মেঘনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আলমগীর বলেন, নিখোঁজের অভিযোগ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়েছে।