যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় বগুড়া সদর থানায় হত্যা মামলার আসামিও তিনি।
সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী হুদা জানান, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রায় ১৭টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল সোনাতলা থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।