কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক বসির উদ্দিনকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রনি কালিয়াকৈর উপজেলার জালশোকা গ্রামের আজিবরের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মারধরের ঘটনায় রবিবার রাতেই ভুক্তভোগী শিক্ষক বসির উদ্দিনের স্ত্রী সিফাত-ই মনোয়ার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে যুবদল নেতা রনিকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।