পিরোজপুরের নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বহিরাগতদের হামলায় দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ হাসিনা বেগম (৫১) ও তার ভাইয়ের ছেলে আজমাইল শেখ (২৬)। তারা নাজিরপুর উপজেলার বানিয়ারী এলাকার বাসিন্দা। আহত হাসিনার ভাতিজা সাগর শেখ জানান, সোমবার সকালে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসি। জরুরি বিভাগ থেকে টিকিট কেটে ডাক্তারের রুমের সামনে অপেক্ষা করছিলাম। তখন একজন নারী আমাদের কাছে ব্যবস্থাপত্র চায়। আমাদের কাছে ব্যবস্থাপত্র নাই জানালে চলে যান তিনি। এরপর ওই মহিলা বাহির থেকে দুজনকে ডেকে এনে আমার ভাই আজমাইলের জামার কলার ধরে চড়থাপ্পড় মেরে চলে যায়। কিছুক্ষণ পর ১০-১৫ জন লোক এসে আবার আমার ফুফু হাসিনা বেগম ও আজমাইল শেখের ওপর হামলা চলায়। ভাই ও ফুফুকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মশিউর রহমান জানান, হাসপাতালে কিছু বহিরাগত এসে রোগীর ওপরে হামলা করেছে।
আমরা ধারণা করছি তারা হাসপাতালের সামনের ডায়াগনস্টিক সেন্টারের লোক। তাদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছে।