ঈদ উপলক্ষে কুমিল্লা বিসিকে উৎপাদিত সেমাই আগে যেত বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, জামালপুরসহ ২০-২২টি জেলায়। এবার দেশের গি পেরিয়ে এখানকার সেমাই যাচ্ছে মালয়েশিয়া ও ভারতের আসামে। ভবিষ্যতে সৌদি আরব, দুবাইসহ মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে রপ্তানির আশা করা হচ্ছে। কুমিল্লা বিসিকের ১০ কারখানায় বাংলা ও লাচ্ছা নামে দুই ধরনের সেমাই উৎপাদন হয়। কুমিল্লা বিসিকের খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজে গিয়ে দেখা যায়, মেশিনে গড়গড় শব্দে বাংলা সেমাই তৈরি হচ্ছে। সে সেমাই শুকানো হচ্ছে রুমের ভিতর। ঈদ বাজারের চাহিদা মেটাতে দ্রুত প্যাকেটে ভরছেন শ্রমিকরা। কেউ ওজন, কেউ প্যাকেটের মুখ লাগানোর কাজ করছেন। কেউ সেমাই ভরছেন কার্টনে। নিচতলায় ভারতের আসামে পাঠানোর জন্য কাভার্ড ভ্যানে তুলে দেওয়া হচ্ছে সেমাইয়ের কার্টন। কারখানার ইনচার্জ কামরুজ্জামান বলেন, এখন বাজারে সেমাইয়ের চাহিদা রয়েছে। ক্রেতাদের চাহিদা মেটাতে দ্রুত কাজ করতে হচ্ছে। আমরা পণ্যের মান বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করি।’ খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ খন্দকার বলেন, ‘আমাদের সেমাই বিদেশে রপ্তানি হচ্ছে। এখন মালয়েশিয়া ও ভারতের আসামে যাচ্ছে। আগামীতে সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে পাঠানো হবে।’ বিসিক কুমিল্লার ডিজিএম মুনতাসীর মামুন বলেন, ‘কুমিল্লা বিসিকের খাদ্যসামগ্রীর সুনাম রয়েছে। এখানে উৎপাদিত সেমাই ঈদ উপলক্ষে বিভিন্ন জেলায় যাচ্ছে। হচ্ছে রপ্তানিও। আশা করছি কুমিল্লা বিসিকের পণ্য বিশ্ববাজারের অন্যান্য পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে।’
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
ভারত-মালয়েশিয়া যাচ্ছে কুমিল্লার সেমাই
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর