বান্দরবানের লামায় অপহৃত নয় তামাক চাষিকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার সরই ইউনিয়নের পাহাড়ি এলাকায় বুধবার বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সবাই লুলাইং সেনা ক্যাম্পে রয়েছেন। তারা সুস্থ আছেন। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন গতকাল এ তথ্য নিশ্চিত করেন। অপহৃতদের মুক্তির বিনিময়ে কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কি না এ বিষয়ে কিছু জানা যায়নি। গত সোমবার রাতে তাদের অপহরণ করা হয়েছিল। খবর পেয়ে তাদের উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।