বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দত্তবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো আল আমিন ব্যাপারী, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা। নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, গ্রেপ্তারদের নামে একাধিক মামলা রয়েছে।