গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস্ কারখানায় এক শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার এক দিন পর গতকাল থেকে কারখানা চালু হয়েছে। কারখানার সামনে অব্যাহতির নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছে। শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মধ্যরাতে মনট্রিমস্ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কারখানাতেই মো. ইদ্রিস আলী (২৩) নামে এক শ্রমিক আত্মহত্যা করেন। তিনি ওই সময় রাতের পালায় দায়িত্বরত অবস্থায় আত্মহত্যা করেন। এরপর কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। ইদ্রিস আলী উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে মনট্রিমস্ কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা বলেন, ইদ্রিস আলী বৃহস্পতিবার রাতে ফেসবুক আইডিতে কারখানায় সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপ-ব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন। তিনি রাসায়নিক (কীটনাশক জাতীয়) দ্রব্য পান করে আত্মহত্যা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়।
মনট্রিমস্ লিমিটেড কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার বলেন, ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা নিহত শ্রমিকের পরিবারের পাশে থাকব। নিহতের স্ত্রী ও ভাইকে দুই লাখ করে চার লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। ইদ্রিসের স্ত্রী বা তার স্বজনদের কেউ চাকরি করতে চাইলে চাকরির ব্যবস্থা করা হবে।
কারখানার এক শ্রমিক বলেন, ‘আমাদের সহকর্মীর আত্মহত্যার জন্য যে দুই কর্মকর্তাকে দায়ী করা হয়েছে, তাঁদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তাই আমরা আন্দোলন না করে কাজে যোগ দিয়েছি। আশা করি, তাঁর পরিবার এর সঠিক বিচার পাবে।’
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, নিহতের স্বজনরা তাঁদের গ্রামের বাড়িতে আছেন। তাঁরা ফিরলে এ ঘটনায় মামলা হবে।