মুন্সিগঞ্জের গজারিয়া থেকে প্রায় ১৫ হাজার লিটার চোরাই তেল জব্দ করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি অয়েল ট্যাংকার ও দুটি ট্রলার জব্দ করে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তেতৈতলা মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে তেতৈতলা গ্রামের মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় চোরাই তেল পাচার হচ্ছে এমন খবরে সেখানে ছুটে যান এলাকাবাসী। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তেলভর্তি একটি অয়েল ট্যাংকার ও দুটি ট্রলার জব্দ করে।