বোরো ধানে মাজরা পোকার আক্রমণে দিশাহারা মেহেরপুরের কৃষকরা। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে মেহেরপুরে ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার হেক্টর বেশি। কৃষকরা বলছেন, মাজরা পোকার ভয়াবহ আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন তারা। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। পোকায় ধানের বাইল-শিষ কেটে দিয়ে খেত নষ্ট করে ফেলছে। পোকায় জমির প্রায় ২৫ শতাংশ ধান নষ্ট করে দিয়েছে। এ কারণে ফলন বিপর্যয় হবে এ মৌসুমে। তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার মাজরা পোকার আক্রমণের হার বেশি। দ্রুত পোকার দমন না করা হলে ভয়াবহ ফলন বিপর্যয়ের মুখে পড়বেন কৃষকরা। কৃষক কাউসার আলী বলেন, ‘এবার বোরো ধান পোকায় শেষ করে দিল। লাভ তো দূরের কথা খাওয়ার ধানটাও জমি থেকে বাড়ি নিতে পারব কি না সন্দেহ আছে। কৃষি অফিসার আসবে আমাদের পরামর্শ দেবে এই বিষটা না ওই বিষটা দাও, তা হচ্ছে না। আমাদের যে কৃষি কর্মকর্তারা আছেন তাদের চোখেই দেখি না।’ কৃষক তোফাজ্জেল বলেন, ‘দোকান থেকে বিষ নিয়ে চার পয়সারও কাজ হচ্ছে না। বিষ দিতে দিতে হাঁপিয়ে গেলাম। এই প্রথম ধানে পাঁচ-ছয়বার বিষ দেওয়া লাগছে। ধানের অবস্থা একেবারে শেষ।’ আরেক কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের এবার ধানের পরিবর্তে বিচলি নিয়ে বাড়ি যেতে হবে। ধান পোকায় খেয়ে ফেলেছে। ১৬ আনা ধানের চার আনাই নেই। বাকি যেটুকু আছে তার অবস্থাও ভালো না। তার ওপর বৃষ্টি নেই, সঙ্গে রোদের তাপের প্রখরতায় পোকার আক্রমণ বেশি হচ্ছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ধানে পোকা আক্রমণের কোনো খবর আমাদের জানা নেই। তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারব না।
শিরোনাম
- রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
- চেহারায় পরিবর্তন আনতে গিয়ে বিপর্যস্ত অস্ট্রেলীয় টিকটকারের জীবন
- দুবাইয়ে ভালোবাসায় সিক্ত ‘ক্যাফে ২১’
- ‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত’
- মে দিবসে বন্ধ থাকবে বসুন্ধরা সিটি শপিং মল
- চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন 'বন্ধুত্বের বিয়ে'
- বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল
- অন্যস্বর টরন্টোর আয়োজনে ‘বৈশাখের পঙক্তিমালা’
- গরমে শরীরে পানিশূন্যতা হচ্ছে কি না যেভাবে বুঝবেন
- সুশান্তের মৃত্যুর পর যে কঠিন সময় পার করেছেন রিয়া
- নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীর মাঠে থাকা প্রয়োজন
- আবারও সক্রিয় স্বপন-আমিন চক্র
- পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা; স্থায়ী চুক্তি চান ট্রাম্প
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন আদেশের অপেক্ষায় বাদী
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু
- সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা গড়তে হবে
- হয়রানি ও প্রতারণার বিরুদ্ধে সরকারকে শক্ত হতে হবে
- ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
- প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আজ
ধানে মাজরা পোকার আক্রমণ
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর