বোরো ধানে মাজরা পোকার আক্রমণে দিশাহারা মেহেরপুরের কৃষকরা। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে মেহেরপুরে ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২ হাজার হেক্টর বেশি। কৃষকরা বলছেন, মাজরা পোকার ভয়াবহ আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন তারা। দফায় দফায় বালাইনাশক প্রয়োগ করেও পোকার হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। পোকায় ধানের বাইল-শিষ কেটে দিয়ে খেত নষ্ট করে ফেলছে। পোকায় জমির প্রায় ২৫ শতাংশ ধান নষ্ট করে দিয়েছে। এ কারণে ফলন বিপর্যয় হবে এ মৌসুমে। তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার মাজরা পোকার আক্রমণের হার বেশি। দ্রুত পোকার দমন না করা হলে ভয়াবহ ফলন বিপর্যয়ের মুখে পড়বেন কৃষকরা। কৃষক কাউসার আলী বলেন, ‘এবার বোরো ধান পোকায় শেষ করে দিল। লাভ তো দূরের কথা খাওয়ার ধানটাও জমি থেকে বাড়ি নিতে পারব কি না সন্দেহ আছে। কৃষি অফিসার আসবে আমাদের পরামর্শ দেবে এই বিষটা না ওই বিষটা দাও, তা হচ্ছে না। আমাদের যে কৃষি কর্মকর্তারা আছেন তাদের চোখেই দেখি না।’ কৃষক তোফাজ্জেল বলেন, ‘দোকান থেকে বিষ নিয়ে চার পয়সারও কাজ হচ্ছে না। বিষ দিতে দিতে হাঁপিয়ে গেলাম। এই প্রথম ধানে পাঁচ-ছয়বার বিষ দেওয়া লাগছে। ধানের অবস্থা একেবারে শেষ।’ আরেক কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আমাদের এবার ধানের পরিবর্তে বিচলি নিয়ে বাড়ি যেতে হবে। ধান পোকায় খেয়ে ফেলেছে। ১৬ আনা ধানের চার আনাই নেই। বাকি যেটুকু আছে তার অবস্থাও ভালো না। তার ওপর বৃষ্টি নেই, সঙ্গে রোদের তাপের প্রখরতায় পোকার আক্রমণ বেশি হচ্ছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ধানে পোকা আক্রমণের কোনো খবর আমাদের জানা নেই। তাই এ বিষয়ে কোনো কিছু বলতে পারব না।
শিরোনাম
- ট্রান্সফার ফির রেকর্ড গড়ে নিউক্যাসলে ভল্টামাডা
- টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ একজন আটক
- জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত চায় এনসিপি
- বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামায়াতের শঙ্কা
- ফাহমিদার কণ্ঠে বৃষ্টির গান ‘মেঘলা আকাশ’
- দাম্পত্য জীবনের টানাপোড়েনের গল্প ‘সহযাত্রী’
- ঝলমলে ক্যারিয়ারে নতুন কীর্তি পোলার্ডের
- ভূমিসেবায় জনবান্ধব পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য : ভূমি সচিব
- ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের জয়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে কেন্দ্রীয় কমিটি গঠন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
- একটি গোষ্ঠী সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে : দুদু
- অটোরিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, গ্রেপ্তার ২