নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। সেই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার এবং দুটি বালুভর্তি ট্রলার জব্দ করা হয়। গতকাল উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন-সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।