নাটোরের সিংড়ায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাহিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৬০ পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। স্থানীয় চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন চাল বিতরণ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রশিদ রয়েল, ইউপি সচিব এ কে আজাদ, জুলহাস কায়েম প্রমুখ।