গজারিয়ায় হোসেন্দী বাজারে দোকানে ঢুকে স্বর্ণকারকে ছুরি মেরে তিনটি সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হোসেন্দী বাজারে ‘সোমা জুয়েলার্সে’ গতকাল এ ঘটনা ঘটে। আহত শুভ (৩৪) উপজেলার হোসেন্দী গ্রামের কালাচাঁদ কর্মকারের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। আহত শুভ জানান, গতকাল নতুনচর গ্রামের মোস্তফা তার দোকানে স্বর্ণের চেইন কেনার উদ্দেশ্যে আসেন। চেইন দেখানোর সময় তাকে ছুরিকাঘাত করে তিনটি চেইন নিয়ে পালিয়ে যান।