স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির কৈকুড়ী রহিম-মজিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানকে মারধর করার প্রতিবাদে গতকাল সকালে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ঘটনার সঙ্গে জড়িত বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হৃদয়সহ বাকিদের শাস্তি চেয়ে প্রথমে বিদ্যালয় মাঠে পরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ, তিলোচ শিববাটি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম প্রমুখ।