নওগাঁয় মেয়ের বাড়িঘর ও সম্পত্তি পাওয়ার অব অ্যাটর্নির বলে নিজ নামে খরিজ করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে মারধর করে মেয়ে ও নাতিদের ওই বাড়ি থেকে বের করে দেন তিনি। নওগাঁ প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মেয়ে মাসুদা। লিখিত বক্তব্যে মাসুদা বলেন, দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরে বসবাস করছেন। নওগাঁ শহরে বাবা মজিদ সরকারের কাছ থেকে দলিলমূলে পাওয়া জায়গায় তৈরি করেন বাড়ি। তিনি সিঙ্গাপুর থাকায় বাড়িঘর দেখভালের জন্য মজিদ সরকার মেয়ের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি নেন। এই বলে মাসুদার বাবা ওই সম্পত্তি নিজ নামে খারিজ এবং তা বিক্রি করেন। মাসুদা এ বিষয়ে কিছুই জানতেন না। মজিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। মজিদের ভাই আলী হাসান জানান, মাসুদার অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ। বাড়ির দখল বা বের করে দেওয়ার অভিযোগ সত্য নয়।