কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এ ছাড়া নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।