নেত্রকোনার কলমাকান্দায় পুকুরে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার জাকির মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের সবাই ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। তখন বাড়ির পিছনের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।