পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওয়াজ উদ্দিন বলনে, রাত ২টার দিকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি অফিস ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।