সাতক্ষীরায় এক ঘের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দলবদ্ধ র্ধষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, ‘রাত ২টার দিকে চারজন সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে ঘেরের বাসায় ঢোকে। এরপর অস্ত্রের মুখে তার স্বামীর হাত-পা বেঁধে ফেলে তারা। পরে ঘরে থাকা ৩৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে সন্ত্রাসীরা তাকে পাশের আরেকটি ঘরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।’ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।